কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় নিখোঁজের পরদিন বাড়ী পাশে ডোবা থেকে বৃদ্ধ সহিজন বেগমের (৮১) লাশ উদ্ধার করেছে স্বজনরা। গতকাল মঙ্গলবার উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ গ্রামে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধ সহিজন বেগম সাহাবাজ গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ গোপাল কর্মকার। তিনি জানান, সোমবার সন্ধার দিকে বৃদ্ধ বাড়ী থেকে বের হয়ে নিখোজ হয়। স্বজনরা রাতে অনেক খোজাঁখুজির পর তার সন্ধান পায় না। মঙ্গলবার দুপুরে বাড়ীর পাশে ডোবায় ওই নারীর মরদেহ ভাসতে দেখতে পায় প্রতিবেশীরা। পরে স্বজনরা গিয়ে সহিজন বেগমের মরদেহ ডোবার পানি থেকে উদ্ধার করে বাড়ীর উঠানে নিয়ে যায়। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের স্বজনরা পুলিশকে জানিয়েছে বৃদ্ধ সহিজন বেগম দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগছিল। চোখেও ঠিকভাবে দেখতে পাননা এবং কানেও শুনতে পান না। গত দুই মাস আগে মহাসড়ক পার হওয়ার সময় গাড়ীর ধাক্কায় আহত হয়েছিল। সোমবার সন্ধায় পরিবারের কাউকে না জানিয়ে বাড়ী থেকে বের নিখোঁজ হয়। স্বজনদের ধারনা, বাড়ী পাশে আইলেই রাস্তা দিয়ে হেটে মহাসড়কের দিকে যাওয়ার সময় অন্ধকারে পা পিছলে ডোবায় পড়ে যেতে পারে। ডোবা থেকে উঠতে না পারায় পানিতে ডুবে মারা গেছেন তিনি।
কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ গোপাল কর্মকার বলেন, নিহতের ছেলে রফিকুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে এ ব্যাপারে থানায় একটি অপমৃতু মামলা রুজু করা হয়েছে।