রাজারহাটে নবাগত শিক্ষকদের সংবর্ধনা

2025-09-25 15:14:42

রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:  

কুড়িগ্রামে রাজারহাটে এনটিআরসিএ কর্তৃক নিবন্ধিত নবাগত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাজারহাট কারিগরি বাণিজ্যিক কলেজ চত্বরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে উপজেলা শাখার সভাপতি খাজা মঈন উদ্দিন কুটিয়ালের সভাপতিত্বে এবং সেক্রেটারী গোলজার হোসেনের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল মতিন ফারুকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখার উপদেষ্টা মাওলানা নিজাম উদ্দিন, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, সিনিয়র সভাপতি মাষ্টার মোঃ রুহুল আমীন, উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ কফিল উদ্দিন, উপদেষ্টা এডভোকেট আহাম্মদ আলী,  শিক্ষক ফেডারেশনের জেলা সেক্রেটারী ইমরান বিন সোলায়মান, উপজেলা উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুর রহিম এবং ওলামা বিভাগের সভাপতি মাওলানা জহুরুল ইসলাম প্রমূখ।

বক্তারা নবাগত শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষাকে মহান পেশা হিসেবে গ্রহণ করে সমাজ উন্নয়ন ও আগামী প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।