রাজারহাটে ১২৩ মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

2025-09-25 15:13:05

রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২সেপ্টম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে এ প্রস্তুতিমূলক সভায়

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম লিংকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা বিএনপি'র আহবায়ক আনিছুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা শাখার আমীর মাওলনা মো কফিল উদ্দিন, সাংবাদিক ও সাহিত্যিক সরকার অরুন যদু, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাজারহাট উপজেলা শাখার সদস্য সচিব রতন কুমার রায় প্রমুখ।এবারে রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়ন ১২৩টি মন্দিরে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানিয়েছেন।