হিলি প্রতিনিধি:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষ সংবিধানের আলোকে সরাসরি ভোট দিতে অভ্যস্থ এবং এটিই তারা প্যাকটিস করেছে। কাজেই দেশের মানুষ কোন অবস্থাতেই পিআর ভোট কি, প্রার্থীকে তারা দেখলোই না, প্রার্থীকে তারা চিনেন না, সেই প্রার্থীকে আমাদের দেশের মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবে এটা বাংলাদেশে ৫৪ বছরে প্রাকটিস হয়নাই, পাকিস্তানে ২৪ বছরেও প্রাকটিস হয় নাই এবং ব্রিটিশ আমলেও এটা প্রাকটিস হওয়ার সুযোগ ছিলো না।
কোন সাংবিধানিক আদেশ করে বা কোন প্রেসিডেনশিয়াল প্রগামেশন করে চাপিয়ে দিলে তা পরবর্তীতে জনগন ভাল ভাবে নিবে না। বিএনপি তা কোন অবস্থাতেই গ্রহণ করবে না। আমরা মনে করি দেশের সর্ব্বো” আইন সংবিধান এবং সেই সংবিধানের ধারাবাহিকতায় আজকের অন্তবর্তীকালিন সরকার সর্ব্বোচ অবস্থান ধরে রেখেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৩ সেপ্টম্বর) সকাল ১১ টায় দিনাজপুরের হিলির চন্ডিপুর সর্বজনিন মন্দিরে তারেক রহমানের নির্দেশে আর্থিক অনুদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হকসহ অনেকেই।