ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহান রাব্বুল আলামিন আল্লাহ তালাকে নিয়ে কটুক্তিকারী করায় রবিন চন্দ্র রায় ভাস্কর নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ২২ (সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে নিয়ে রবিন চন্দ্র রায় ভাস্কর তার ব্যক্তিগত ফেসবুক আডিতে আল্লাহকে নিয়ে কটুক্তি করে পোস্ট করেন। সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহান রাব্বুল আলামিন আল্লাহকে নিয়ে কটুক্তিকারী রবিন চন্দ্র রায় ভাষ্কর উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ১নং ডালিয়া বাজার এলাকার রাজেন্দ্র রায় ভাস্কর এর ছেলে । এ ঘটনায় স্থানীয় জনগন ক্ষোভ প্রকাশ সহ উত্তেজিত হওয়ায় আইনশৃংখলা বাহীনী দ্রুত ব্যবস্থা গ্রহন করে যুবককে গ্রেফতার করেন। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মজিবুর রহমান সাধারন জনগনকে শান্ত থাকা এবং প্রশাসনকে সহযোগীতা করার আহবান জানান। ধর্মপ্রান মুসলিম নাগরিকদের ধর্মীয় অনুভুতিতে আঘাতসহ ধর্মপ্রান মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরন, মহান আল্লাহ তালাকে নিয়ে বিরুপ মন্তব্য করায় নুপুর আক্তার বাদী হয়ে রবিন চন্দ্র রায় ভাস্কর এর বিরুদ্ধে মামলা করেন। এ বিষয় ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নুপুর আক্তার বাদী হয়ে গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। যাহার মামলা নং- ১৬, তারিখ-২৩/০৯/২০২৫ ইং, ধারা-২৯৫(এ)/১৫৩/১৫৩(এ) পেনাল কোড অনুযায়ী মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।