কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

2025-09-25 15:14:45

কুড়িগ্রাম প্রতিনিধি:  

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনসহ জাতীয় নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি, কুড়িগ্রাম জেলা শাখা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় কুড়িগ্রাম কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দোয়েল চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদের সঞ্চালনায় এসময় সমাবেশে বক্তব্য রাখেন, এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার প্রধান সমন্বয়ক মুকুল মিয়া, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম, যুব শক্তির জেলা আহবায়ক এম. রশীদ আলী প্রমুখ।

 

এতে বক্তারা বলেন, "শেখ হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা ফ্যাসিবাদের ডিম নিক্ষেপকে ভয় পায় না। যারা বিদেশের মাটিতে স্বদেশের সুনাম ক্ষুন্ন করে তারা কখনো বাংলাদেশের মানুষদের বন্ধু হতে পারেনা। আমরা অবিলম্বে জাতীয় নেতৃবৃন্দকে অবমাননাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।"

 

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মাহমুদুল হাসান জুয়েল, মাসুম মিয়া, মোজাম্মেল হক বাবু, জেলা সদস্য আসাদুজ্জামান, লিটু সরকার, নারী সংগঠক নাছিরা খন্দকার নিশা, সদর উপজেলা শাখার আহবায়ক রাজু আহমেদ রাজ্জাক প্রমুখ।