নিজস্ব প্রতিবেদক:
নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপের প্রতিবাদে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবীতে সারাদেশের ন্যায় রংপুরের পীরগাছায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর আওয়ামী লীগ এর যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা এ ঘটনা ঘটায়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনসিপির উপজেলা কার্যালয় থেকে একটি মিছিল বের করে সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্ত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ইন্টেরিম গভমেন্ট এর আমন্ত্রণে ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে এনসিপির নেতা আখতার হোসেন ও তাসনিম জারা যুক্তরাষ্ট্রে যান। সেখানে তাদের উপর বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক সন্ত্রাসীরা ন্যক্কারজনক হামলা চালিয়েছে। এ ঘটনা শুধু রাজনৈতিক সহিংসতার বহিঃপ্রকাশ নয়, বরং রাষ্ট্রের কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্ত্বাব্যবস্থার চরম ব্যর্থতার উদাহরণ।
এনসিপির পীরগাছা উপজেলার যুগ্ম সমন্বয়কারী মিজানুর রহমান ছানা, বলেন কাউনিয়া পীরগাছার কৃতি সন্তান আখতার হোসেন, সরকার প্রধানের সফর সঙ্গী হিসেবে তিনি গিয়েছেন তার উপর হামলা মানেই বাংলাদেশের সার্বভৌমের উপর হামলা। আমরা এটা বরদাস্ত করবো না।
উপজেলার যুগ্ম সমন্বয়কারী, ইসরাত শারমীন মনি বলেন, পিছন থেকে হামলা করে এনসিপিকে থামিয়ে দেয়া যাবেনা। we are আখতার।
যুগ্ম সমন্বয়কারী মো. শরীফ হোসেন বলেন, আজকের হামলা শুধু আকতার হোসেনের উপর হয়নি, এই হামলা স্বাধীনতাকামী জনতার উপর হামলা।
আন্দোলনে একাত্মতা পোষণ করে গণ অধিকার পরিষদের পীরগাছা উপজেলা সভাপতি - এম এ জিহাদ পাটোয়ারী বলেন, আমরা এখনই যদি আওয়ামী লীগকে প্রতিহত না করি, তাহলে এর জন্য আমাদেরকে চরম মুল্য দিতে হবে। এছাড়াও তিনি অন্তর্বর্তী সরকার প্রধানের নিকট জুলাই সনদ বাস্তবায়নের দাবী জানান।
এনসিপির পীরগাছা উপজেলার প্রধান সময়ন্বক আব্দুল্লা আল মামুন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ছাত্রলীগ, যুবলীগ গুন্ডা লীগ সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে এই আখতার হোসেনকে থামাতে পারেনি। এখনো চোরাগুপ্তা হামলা করে থামাতে পারবে না। প্রশাসনের নিরবতাকে দায়ী করে তিনি আরও বলেন, আমরা কিছুদিন যাবৎ প্রশাসনের নিরতা দেখছি। অনেক ক্ষেত্রেই পুলিশ ও সেনাবাহিনী সন্ত্রাসী দমনে নিরব ভূমিকা পালন করছেন। তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের বিচার, সরকার ও সংবিধান, সংস্কারের পর জাতীয় নির্বাচন করতে হবে।
সে সময় এনসিপির পীরগাছা উপজেলার যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, মাহাবুব রহমান (মিঠু), ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও কল্যাণী ইউনিয়নের আহবায়ক, বেনজীর হোসেন, সদস্য সচিব মুশফিকুর রহমান লিটন, ইটাকুমারী ইউনিয়নের আহবায়ক, মোকতার আলী, সদস্য সচিব আব্দুর রাজ্জাক।