নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজনে, মালালা ফান্ডের অর্থায়নে এবং গণ স্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১১টায় এ উফরক্ষে একটি র্যালি ও নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বরে হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। এতে আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় ও নাগেশ্বরী ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। পরে ওই বিদ্যালয় হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও একইভাবে রায়গঞ্জ উচ্চ বিদ্যালয়ে বুধবার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন ও রায়গঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ভাব বাংলাদেশের প্রোগ্রাম অফিসার আব্দুল জলিলের সঞ্চালণায় দুই দিনব্যাপী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্মণ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, সহকারী শিক্ষক হাসান ইমাম, শিক্ষার্থী হুমায়রা খাতুন, আতিয়া ফারজানাসহ অনেকে।