‎তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বদরগঞ্জে  নারী সমাবেশ

2025-09-25 21:25:22

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে সামনে রেখে রংপুরের বদরগঞ্জে অনুষ্ঠিত হলো এক বৃহৎ নারী সমাবেশ। জেলা তথ্য অফিস, রংপুর-এর উদ্যোগে ২৫ সেপ্টেম্বর বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই সমাবেশে নারী ও তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সমাবেশের মূল উদ্দেশ্য ছিল সরকারের উন্নয়নমূলক ভিশন বাস্তবায়নে জনগণকে, বিশেষ করে নারীদের, সম্পৃক্ত করা। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রগতি ও সমৃদ্ধির জন্য নারীদের ক্ষমতায়ন ও তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তারা জোর দিয়ে বলেন, আধুনিক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে প্রতিটি নাগরিকের দায়িত্ব ও অংশগ্রহণকে অবহেলা করা যাবে না।

সমাবেশে নারী নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সামাজিক কর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন এবং স্থানীয় পর্যায়ে এগুলো কার্যকরভাবে বাস্তবায়নে নারীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত নারীরা মনোযোগসহকারে আলোচনা শোনেন এবং নিজেদের প্রশ্ন ও মতামত উপস্থাপন করেন। এই ধরনের সমাবেশ তৃণমূল পর্যায়ে সরকারের বার্তা পৌঁছে দিতে, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে এবং নারীদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীরা যখন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে শক্তিশালী হন, তখন দেশও সমৃদ্ধ ও স্থিতিশীল হয়। তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্যম দেশের উন্নয়নে নতুন দিশা দিতে পারে। সরকারের ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা, স্বাস্থ্য ও নারী উন্নয়নমূলক নীতি কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।সমাবেশের সমাপনী বক্তব্যে সকলকে দেশের উন্নয়ন, সমাজকল্যাণ ও নারী ক্ষমতায়নের জন্য যৌথ প্রচেষ্টার আহ্বান জানানো হয়।