ঘোড়াঘাট, প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে আলোক ফাঁদ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুজ্জামান ঘোড়াঘাটে পৌরসভারসহ চারটি ইউনিয়নের ১৩ টি ব্লকে স্থানীয় কৃষকদের নিয়ে একযোগে আলোর ফাঁদ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোপা আমন নির্বিঘ্নে উৎপাদনের লক্ষ্যে ক্ষতিকর বালাই পরিস্থিতি পর্যবেক্ষণ ও দমনে সমগ্র জেলার ন্যায় এ উপজেলায় কৃষি অফিসের আয়োজনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ১৩টি ব্লকে ক্ষতিকর ও উপকারী পোকা শনাক্ত করে পোকা মাকড় নিয়ন্ত্রণে সঠিক বালাই নাশক ব্যবস্থাপনার পরামর্শ প্রদান করেন সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তারা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পাটশাও ব্লকের সূরা মসজিদ এলাকায় আলোক ফাঁদ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার খাদিজাতুল কুবরা, কৃষি সম্প্রসারণ অফিসার নাহিদ হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এমজিএইচ কামরুজ্জামান, পাট শাঁও ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন প্রমুখ। আলোক ফাঁদ কার্যক্রম শেষে উপস্থিত কৃষকদের প্রজেক্টরের মাধ্যমে প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান কনা হয়। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুজ্জামান জানান, ঘোড়াঘাট উপজেলার ১৩ টি ব্লকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে একযোগে আলোক ফাঁদ স্থাপন করে মাঠ পর্যায়ে পোকামাকড়ের উপস্থিতি যাচাই করা হয়েছে। কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং মাঠে কৃষকরাও সক্রিয়ভাবে এতে অংশগ্রহণ করছেন। এছাড়াও তিনি আরও জানান, সপ্তাহের প্রতি সোমবার ও মঙ্গলবার বিভিন্ন ব¬কে কৃষকদের নিয়ে একযোগ আলোক ফাঁদ স্থাপন করা হয়।