বিরামপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

2025-09-26 21:07:26

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি;

পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণ জেলা ও বিরামপুর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টে:) বিরামপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শহরের নতুন বাজার দিনাজপুর দক্ষিণ জেলা ও বিরামপুর উপজেলা শাখা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, দিনাজপুর দক্ষিণ জেলা শাখার সভাপতি ডাঃ নূর আলম সিদ্দিক, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, দক্ষিণ জেলা সহ-সম্পাদক  ও বিরামপুর উপজেলা শাখার সভাপতি রায়হানুল ইসলাম, দক্ষিণ জেলা যুব আন্দোলনের সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমূখ। বক্তব্য শেষে নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।