রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট চাকিরপশার ইসলামিয়া দাখিল মাদরাসার দাখিল পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) দুপুরে প্রতিষ্ঠানের হল রুমে ওই প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট মো. মানিক মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি আব্দুল কুদ্দুস, সহসভাপতি আমিনুল ইসলাম, সহ সুপার সহিদুল ইসলাম, সহকারি শিক্ষক আতিকুর রহমান, দিপালী রানী রায় ও লাভলু মিয়া প্রমূখ। এসময় প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট মো. মানিক মিয়া দাখিল পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন। এসময় প্রতিষ্ঠানের শিক্ষার্থী-অভিভাবক, সাংবাদিক, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।