ফুলছড়িতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দুস্থদের মাঝে চাল বিতরণ

2025-09-26 21:42:00

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি।

গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির ফুলছড়ি উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলার উদাখালী, উড়িয়া ও গজারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এ চাল বিতরণ করেন। এতে শতাধিক পরিবার উপকৃত হয়েছে বলে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির ফুলছড়ি উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক আহসানুল হক স্বাধীন ও সাইফুল ইসলাম, সদস্য সাদ্দাম হোসেন, ইবনে সিনহা লিয়নসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা প্রত্যন্ত এলাকার দুস্থ, অসহায় ও কর্মহীন মানুষের হাতে সহায়তার চাল পৌঁছে দেন।

চাল বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, দল ও সংগঠনের রাজনীতির পাশাপাশি মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই জাতীয় নাগরিক পার্টির প্রধান লক্ষ্য। সমাজের অবহেলিত মানুষকে সহায়তা করে মানবিক দায়িত্ব পালন করাই তাদের অঙ্গীকার। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় নাগরিক পার্টির এ উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়ে বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।