পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, পি আর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পাটিসহ ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে পীরগাছা উপজেলা জামসায়াতে ইসলামী। গতকাল শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ের সামন থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় এক সমাবেশে বক্তব্য দেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা মোস্তাক আহম্মেদ, জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি মোত্তালেব হোসাইল, উপজেলা জামায়াতের আমীর বজলুর রশিদ মুকুল, নায়েবে আমীর অধ্যাপক আবুল হাসেম, উপজেলা সেক্রেটারী মোস্তাফিজার রহমান, দপ্তর সম্পাদক আব্দুর জব্বার, যুব বিভাগের সভাপতি রমজান আলী, পীরগাছা সদর ইউনিয়ন আমীর প্রভাষক আবু সুফিয়ান সুজন, পারুল ইউনিয়ন আমীর হাফেজ আলমগীর হোসেন, শিবির নেতা সেলিম উদ্দিনসহ অনেকে। সমাবেশে বক্তাগণ বলেন, সমাজ ও রাষ্ট্র থেকে জুলুম-নির্যাতন ও অত্যাচারের অবসান করতে হলে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। এ বাস্তবতায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ অংশ গ্রহনমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে পি আর পদ্ধতি চালু করতে হবে। আগামী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব আনন্দমূখর পরিবেশে উদযাপন করতে পারে এ জন্য সরকার প্রতি আহবান জানান।