নীলফামারীর কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের ৫দফা দাবিতে বিক্ষোভ

2025-09-26 22:08:02

কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জে ইসলামি আন্দোলন বাংলাদেশের জুলাই সনদের আইনভিত্তিক ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে গন সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর উপজেলা মিনি স্টেডিয়ামের সামনে গন সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

এসময়ে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থেকে দেশকে ধ্বংস করে গেছে। তারা ক্ষমতায় থেকে সবকিছু লুটপাট করে খেয়েছে। বর্তমান বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সংস্কার করতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দুই হাজার মানুষকে খুন গুম করেছে। আমরা কখনো আমাদের ভাইদের হত্যা ভুলবো না।

তারা আরও বলেন, সামনে যে নির্বাচন হচ্ছে সেটি অবশ্যই সচ্ছ হতে হবে। আমরা চাই সচ্ছ নির্বাচনের মাধ্যমে দেশে সরকার নির্বাচন করা হোক। বর্তমান সময়ে যে পিআর পদ্ধতির কথা বলা হচ্ছে সেটি অত্যন্ত সচ্ছ পদ্ধতি সেটির মাধ্যমেই ভোট দিতে। গনহত্যার বিচার দৃশ্যমান করতে হবে সঙ্গে আওয়ামী লীগের দোষরসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে।

এসময়ে উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য হিসেবে মনোনীত প্রার্থী আলহাজ্ব শহিদুল ইসলাম,  নীলফামারী জেলা যুব আন্দোলন শাখার সাধারণ সম্পাদক ওয়াইদুল ইসলাম, উপজেলা ইসলামী  আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি এখলাস মাহমুদ, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আব্দুল কাদেরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।