বস্তাবন্দি ফেরাজুল হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার

2025-09-27 22:40:33

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তারাগঞ্জ থেকে দু'জন কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুজন হল উপছার আলী (৩৫) ও সাবিনা বেগম (২৮) তারা দুজনে চালু করা ইউনিয়নের হাড়িভাঙ্গা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে হত্যা মামলায় পলাতক ছিলেন এবং গোপনে বিভিন্ন স্থানে লুকিয়ে ছিলেন।

জানা যায়, গত ২৪ সালের (৩০ ডিসেম্বর) উপজেলার কালুপাড়া ইউনিয়নের বুড়া দরগার পাতার নামক এলাকায় আলু ক্ষেতের পাশে মাটির নিচ থেকে অর্ধেক বস্তা বের করা অর্ধগলিত ফেরাজুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বদরগঞ্জ থানায় আবু তাহের নামের একজন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। সেই মামলায় পলাতক দুজনকে গ্রেফতার করা হয়।

বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। এ সময় দুজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।