চিলমারীতে চোরাইকৃত ৫টি মোটরসাইকেল উদ্ধার ও ৫জন গ্রেপ্তার

2025-09-27 23:43:55

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে "চিলমারী ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে ৫টি মোটরসাইকেলসহ ৫জন কে গ্রেফতার করেছেন, চিলমারী মডেল থানার পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- ১/ মিলন মিয়া (২৬), পিতা- জাহাঙ্গীর আলম, মাতা- মরিয়ম বেগম, ২/ হান্নান মিয়া (৩২), পিতা- মৃত আঃ জোব্বার, মাতা- ছাহেরা বেগম, ৩/ সাদাকাত হোসেন (৩৫), পিতা- জেলহক, মাতা- সাহের বানু, সবার সাং-কড়াই বরিশাল, ৪/ নুরুল হুদা (৩৫), পিতা- মৃত এমদাদুল হক, মাতা- কুলছুম বেগম, সাং-গাজীর পাড়া, সবার থানা- চিলমারী, জেলা- কুড়িগ্রাম। ৫/ রুবেল মিয়া (২৭), পিতা- জাহানুর রহমান, মাতা- আউলিয়া বেগম, সাং-হক বাজার নয়াটারী, থানা- হারাগাজ রংপুর মেট্রো, জেলা-রংপুর। পুলিশ বলেন, চুরি-ছিনতাই সহ বিভিন্ন অপরাধের প্রবনতা দেখা দেওয়ায় বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ও গোপন সংবাদের ভিত্তিতে চর এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। তারা আরও বলেন, গেল রাতে চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায়, বিশেষ  অভিযান চালিয়ে পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় ৫জন কে আটক করে, চিলমারী মডেল থানা হেফাজতে নেয়া হয়েছে বলে জানান। এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদের কে বিকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।