নিষিদ্ধ ঘোষিত লীগের ২ নেতা গ্রেপ্তার

2025-09-28 20:17:55

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলার আসামী উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিজবুল্লাহ রহমান ডালিমকে শনিবার দিবাগত গভীর রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। একই রাতে মাগুড়া ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমনকে বিএনপি অফিস ভাংচুর মামলায় পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হিজবুল্লাহ রহমান ডালিম কিশোরগঞ্জ সদর ইউনিয়নের যদুমনি গ্রামের এনামুল হকের পুত্র। তিনি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। অপর গ্রেপ্তারকৃত সুমন মিয়া মাগুড়া ইউনিয়নের মাগুড়া উত্তরপাড়া গ্রামের আমিনুর রহমানের পুত্র। সে মাগুড়া ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত বলেন,রবিবার দুপুরে  তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।