ঘোড়াঘাট, প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর রাজনীতি থেকে সরে আসা ইউপি সদস্য ওয়াহেদুজ্জামান বাবুসহ তিনজন ইউপি সদস্য সদ্য বিএনপিতে যোগ দেওয়া পরেই সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তারা জামায়াতে ইসলামীর উপজেলা আমীর কর্তৃক এক সংবাদ সম্মেলনে বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এর আগে গত ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের ২নং ইউপি সদস্য ওয়াহেদুজ্জামান বাবু, ৩নং ইউপি সদস্য সোনা মিয়া মোল্লা ও ৮নং ইউপি সদস্য মফিজুল ইসলাম দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সাথে এক মতবিনিময় অনুুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ.জেড.এম জাহিদ হোসেনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। ওই অনুষ্ঠানে বক্তৃতাকালে ওয়াহেদুজ্জামান বাবু বলেন, "আমি অতীতে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে বর্তমানে বিএনপির আদর্শে উদ্বুদ্ধ হয়ে তাদের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি।"
এও যোগদানকে ঘিরে একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর জামায়াতে ইসলামীর উপজেলা আমীর গত ২৪ সেপ্টেম্বর বুধবারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে আপত্তি জানান ও বক্তব্য দেন। বক্তব্যে তিনি ৩ ইউপি সদস্যকে আওয়ামী লীগ দোসর আখ্যায়িত করে বলেন, ওয়াহেদুজ্জামান বাবুকে পূর্বেই শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামায়েত থেকে বহিষ্কার করা হয়েছে। তার সেই বক্তব্যের প্রেক্ষিতেই রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রানীগঞ্জ বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া তিন ইউপি সদস্য। পাল্টা সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ওয়াহেদুজ্জামান বাবু বলেন, আমি ১৯৯১ সালে প্রথমে ছাত্র শিরির পরবর্তী সময়ে জামায়েতের সিংড়া ইউনিয়ন শাখার ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত বায়তুল মাল সেক্রেটারী এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ইউনিয়ন জামায়েতের সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেছি।
২০২৪ সালের ৫ আগষ্টের পর জামায়াতের পক্ষ থেকে কেউ আমার খোঁজ খবর রাখেনি। তাই আমি বিএনপির আদর্শে উদ্বুদ্ধ হয়ে ইউপি সদস্য মফিজুল হক ও সোনা মিয়া মোল্লা সহ ৩ জন বিএনপিতে যোগদান করি। তিনি আরও বলেন, আমি জামায়েতের রাজনীতি করলেও অপর ইউপি সদস্যগণ কোন দলে রাজনীতির সাথে জড়িত ছিলেন না।
লিখিত সংবাদ সম্মেলনে তারা বলেন, "আমরা স্বাধীনভাবে আমাদের রাজনৈতিক অবস্থান নির্ধারণ করেছি। এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা জামায়াতের আমীরের মন্তব্য গ্রহণযোগ্য নয়। তার বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত এবং বিভ্রান্তিকর।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, কোষাধ্যক্ষ এটিএম মাহফিজুল হক, সিংড়া ইউনিয়ন শাখার সভাপতি কাজী মোজাম্মেল হক মোজাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সম্পাদক ইউনুস আলী সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।