ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নতুন উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন তৌহিদুল ইসলাম। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
তৌহিদুল ইসলাম এর আগে বিভিন্ন উপজেলায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার জন্য তিনি পরিচিত। ফুলছড়ি উপজেলায় যোগদানের পর তিনি স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
যোগদানের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “ফুলছড়ি উপজেলার সার্বিক উন্নয়নে সড়ক, সেতু ও অবকাঠামো নির্মাণে স্বচ্ছতা ও গুণগত মান অটুট রেখে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।”
রোববার সকালে দায়িত্ব গ্রহণের পর বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), স্থানীয় ঠিকাদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, এনসিপির ফুলছড়ি উপজেলা যুগ্ম সমন্বয়ক আহসানুল হক স্বাধীন, ঠিকাদার রাশেদ খান মেনন, আব্দুল কাদের ভূঁইয়া, সুমার আলী সুমন ও এনামুল হক বাবু, উপজেলা বণিক সমিতির সভাপতি আলমগীর মিয়া, এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, শিক্ষক শামসুজ্জোহা বাবলু, নাজিম উদ্দিন, আব্দুল ওয়াহেদ প্রমুখ।
স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবাগত উপজেলা প্রকৌশলী তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে ফুলছড়ি উপজেলার উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।