রংপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিএনপির শাড়ি বিতরণ

2025-09-28 21:16:22

নিজস্ব প্রতিবেদক:

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রংপুর মহানগরীর ২৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে হিন্দু সম্প্রদায়ের মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করা হয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে নগরীর ২৮ নং ওয়ার্ডের এরশাদ নগরে অবস্থিত বিএনপির ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলামের অর্থায়নে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ওয়ার্ডের হিন্দু সম্প্রদায়ের মহিলাদের মাঝে ১৬০টি শাড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামু।

এ সময় ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম মিয়া, প্রচার সম্পাদক কচিম মিয়া, কোষাধ্যক্ষ শ্রী সন্তোষ, ওলামা দলের সভাপতি শুকর আলী প্রমূখ।

এ ব্যপারে মমিনুল ইসলাম বলেন, সাধ্যের মধ্যে থেকে ১৬০ জন মহিলার মাঝে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ করা হলো। আশা করছি সামনে আরো ভালো কিছু করার।