শারদীয় দুর্গা পূজার কাল মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে ভক্তদের পুষ্পাঞ্জলি

2025-09-28 21:16:40

নির্মল রায়:

সোমবার (২৯ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী। সব মন্দিরেই ভোর থেকে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

মহাসপ্তমীর পূজা অনুষ্ঠানিকতা শুরু হবে সকাল ছয়টা ১০ মিনিটে  চলবে ১১ টা পর্যন্ত। এছাড়াও চন্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবী-দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে দিনব্যাপী চলেবে পূজার আনুষ্ঠানিকতা।

সোমবার রংপুরের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, আজ শারদীয় দূর্গোৎসবের দ্বিতীয় দিন। এদিন মণ্ডপে মণ্ডপে নেমেছে ভক্তদের ঢল।

ঢাক, কাঁসর, ঘণ্টা, শঙ্ক এবং উলুধ্বনিতে মুখরিত প্রতিটি মণ্ডপ। শিল্পীদের রংতুলির ছোঁয়া, বিভিন্ন কারুকাজ ও নানা আলোকসজ্জায় উৎসবের সাজে সেজেছে প্রতিটি মন্ডপ।

ধূপ-আগরবাতির গন্ধ মোহিত করে তুলেছে আঙিনা। বর্ণিল সাজসজ্জা, হইচই আর মহা ধুমধামের যেন শেষ নেই। প্রতিটি পূজাস্থলে চলছে চন্ডী পাঠ। ভক্তদের পূজা- অর্চনা, দেবী-দর্শন, দেবীর পায়ে ভক্তদের পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে দিনব্যাপী চলেবে পূজার আনুষ্ঠানিকতা। সকালে পূজার জন্য মন্ডপে ভীর থাকলেও বিকাল থেকে গভীর রাত পর্যন্ত চলবে প্রতিমা দর্শন। সে সময় ভক্তদের ভীর বেড়ে যাবে কয়েক গুণ। 

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, এবার দেবী দুর্গার আসার বাহন হবে গজে (হাতি), যা শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। আর বিদায় হবে দোলায় (পালকি), যা অশুভ লক্ষণ হিসেবে পরিচিত।

এর আগে গতকাল রবিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গাপূজা। ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসবের।