বিশ্ব নদী দিবস পালন করলো পরিবেশবাদী সংগঠন গ্রিন ইকো

2025-09-28 21:16:44

কুড়িগ্রাম প্রতিনিধি :

প্রতি বছর সেপ্টেমবর মাসের শেষ রবিবার পালিত হয় বিশ্ব নদী দিবস।

দিবসটিকে কেন্দ্র করে পরিবেশবাদী সংগঠন গ্রিন ইকো ও চিলড্রেন হেল্থ অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের যৌথ আয়োজনে কুড়িগ্রামের ধরলা নদীতে নৌকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

নদীর স্বার্থ রক্ষায় বিভিন্ন প্লাকার্ড হাতে দাঁড়াতে দেখা যায় সংগঠনটির সদস্যদের। আয়োজনে নদী আলোচক হিসেবে কথা বলে নদী সংগঠক ও সাংবাদিক জাহানুর রহমান খোকন। তিনি বলেন-

'নদী গুলো নিয়ে বিভিন্ন সংগঠনকে সচ্চার হতে হবে। নদী পরিদর্শন করে সমস্যা চিহ্নিত করতে হবে। নদী সংখ্যা সঠিক ভাবে নির্ণয় করা এবং সঠিক তথ্য উপস্থাপন করতে হবে সংল্লিষ্ট দপ্তর কে।

গ্রিন ইকোর পরিচালক সঞ্জয় চৌধুরী তার বক্তব্যে বলেন- বাংলাদেশের নদীগুলোকে সুরক্ষিত রাখতে আইনের সঠিক প্রয়োগ এবং জন সচেতনতা সমান ভাবে দরকার। সেই সাথে আন্তঃসীমান্ত নদী গুলোর ব্যাপারে উজানের দেশ বিশেষ করে ভারতের সাথে কার্যকারি পদক্ষেপ দেখাতে হবে সরকার কে। নদীর স্বার্থ রক্ষায় শিক্ষার্থীদের সুক্ত করে সচেতনতা সহ নানান কার্যক্রম চালাতে হবে।

গৌরব চৌধুরী তার বক্তব্যে বলেন- নদী গবেষনা বৃদ্ধি করতে হবে।

উপস্থিতদের  মধ্যে গ্রিন ইকোর সংগঠক মেহেদী হাসান তমালের সঞ্চালনয় বক্তব্য রাখেন নদী সংগঠক হামিদুল হক, মেহেদী হাসকন, আজিজুল হক, নৌকার মাঝি ফরমান আলী প্রমুখ।