পীরগাছায় দিনেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে ২শ পরিবারের মাঝে আর্থিক উপহার বিতরণ

2025-09-29 23:53:21

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবতার কল্যাণে নিবেদিত সংগঠন ‘দিনেশ ফাউন্ডেশন’। গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কান্দিরহাট এলাকায় দিনেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রবাসী সুমন চন্দ্র বর্মন এর সৌজন্যে ২শ অসহায় পরিবারের হাতে আর্থিক উপহার তুলে দেওয়া হয়।

প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটির সদস্য মাহবুব হাসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, কান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি শাহিন আলম, প্রতিষ্ঠানের চেয়ারম্যান সুমন চন্দ্রে বর্মনের পিতা শ্রী সুবল চন্দ্র বর্মন। এসময় চেয়ারম্যানের সন্তান শুভশ্রী, ছেলে সুব্রত চন্দ্র বর্মন, সমাজসেবক আকবর আলী, বাবলু মন্ডল, দীনেশ ফাউন্ডেশনে সদস্য মশিউর রহমান, রফিকুল ইসলাম লাবলু, রুবেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, দিনেশ ফাউন্ডেশনের এই উদ্যোগ শুধুমাত্র উপহার নয়, এটি মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। শুধু পীরগাছা-রংপুর নয়। গোটা দেশে এর ফাউন্ডেশনের মানবিক কাজ চলমান রয়েছে। এলাকার অসুস্থ্য রোগীর চিকিৎসা, শিক্ষা ক্ষেত্রে সহায়তাসহ সব মানবিক কাজ করছে দিনেশ ফাউন্ডেশন। ঈদ এবং দূর্গাপূজায় অসহায় মানুষের পাশে থেকে কাজ করছে সংগঠনটি। এই ধারাবাহিকতা আগামীতেও চলমান থাকবে।