আমার দেশ পাঠকমেলা রংপুর মহানগর,জেলা ও বিভাগীয় শাখা গঠনে প্রস্তুতি সভা

2025-09-30 21:04:35

নিজস্ব প্রতিবেদক:

আমার দেশ পাঠকমেলা রংপুর মহানগর জেলা বিভাগীয় শাখা গঠনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় হোটেল নর্থ ভিউ এ আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদুর রহমান সিহাব, বিভাগীয় প্রস্তাবিত কমিটির সভাপতি খন্দকার ময়নুল হক মিম,আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার বাদশাহ ওসমানি, জেলা প্রতিনিধি মেজবাহুল হিমেল, রংপুর জেলা ক্রিড়া সংস্থার সদস্য শেখ রেজওয়ান, আরসিসিআই স্কুল এন্ড কলেজ এর প্রভাষক এম আলমগীর ও আমার দেশ পত্রিকার সাবেক জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, পাঠকমেলা শুধুমাত্র পাঠচর্চার সংগঠন নয়, এটি চিন্তা, সংস্কৃতি ও সমাজ বিনির্মাণের আন্দোলন। নতুন প্রজন্মকে পাঠের অভ্যাসে উদ্বুদ্ধ করা এবং মুক্তচেতা সমাজ গড়ে তুলতে শাখা পর্যায়ের কার্যক্রমকে শক্তিশালী করতে হবে।

সভায় শাখা গঠনের প্রাথমিক প্রস্তাবনা উপস্থাপন করা হয় এবং কার্যকর কমিটি গঠনের জন্য সদস্যদের মতামত গ্রহণ করা হয়। অচিরেই রংপুর মহানগর, জেলা, বিভাগীয় শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন  করা হবে বলেও জানানো হয়।

সভায় উপস্থিত সবাই পাঠকমেলার অঙ্গীকার- “পাঠ, চিন্তা, নির্মাণ-মানুষের পাশে, দেশের কল্যাণে”-বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।