মোঃ আব্দুল আজিজ:,
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার বেড়েছে। বতর্মানে এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মেডিকেল, বিজনেস এবং স্টুডেন্ট ভিসায় যাত্রীরা পারাপার করছেন। এদিকে যাত্রীদের দ্রুত ভ্রমণের জন্য সব ধরনের সহযোগীতা করছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
হিলি ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করে থাকেন। সম্প্রতি শারদীয় দূর্গাপূজা উপলক্ষে এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত কিছুটা বৃদ্ধি পেয়েছে। আগে এই পথ দিয়ে প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন পাসপোর্ট যাত্রী যাতায়াত করলেও বর্তমানে ১৮০ থেকে ২০০ জন পাসপোর্ট যাত্রী যাতায়াত করছেন। চলতি বছরের আগস্ট মাসে এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে যান ২ হাজার ৪০২ জন পাসপোর্ট যাত্রী এবং ভারত থেকে বাংলাদেশে আসেন ২ হাজার ৬৬৫ জন পাসপোর্ট যাত্রী। আর চলতি সেপ্টম্বর মাসে বাংলাদেশ থেকে ভারতে যান ২ হাজার ৯৩৭ জন এবং ভারত থেকে বাংলাদেশে আসেন ২ হাজার ৯৪১ জন পাসপোর্টধারী যাত্রী।
কথা হয় কয়েকজন পাসপোর্ট যাত্রীর সাথে, তারা বলেন, আমাদের মধ্যে মেডিকেল, বিজনেস এবং স্টুডেন্ট ভিসায় যাত্রী সংখ্যা বেশি। ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় সনাতন ধর্মালম্বীদের অনেকেই ভারতে পূজা উৎযাপণ করতে যেতে পারছেন না। তবে মেডিকেল, বিজনেস এবং স্টুডেন্ট ভিসায় ভারতে এবং বাংলাদেশে যাতায়াত করছেন অনেকেই। যদি ট্যুরিস্ট ভিসা চালু করা হয় তাহলে আমাদের জন্য আরো ভাল হয়।
হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তালেব বলেন, ইমিগ্রেশনে আসা বৈধ পাসপোর্ট যাত্রীদের সকল প্রকার কাগজপত্র যাচাইপূর্বক সকল ধরনের সহয়োগীতা করছেন হিলি ইমিগ্রেশন । সকল প্রকার ভিসা চালু করলে এই পথ দিয়ে যাত্রী পারাপার আরো বৃদ্ধি হবে বলছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।