নিজস্ব প্রতিবেদক:
রংপুর-২ আসনের বদরগঞ্জ ও উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিচ্ছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আল ইমরান সুজন। তিনি রংপুর-২ আসনে সংসদ সদস্য পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী।
গতকাল বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত তিনি বদরগঞ্জ পৌর শহর ও দামোদরপুর,কুতুবপুর এবং তারাগঞ্জের সয়ার ইউনিয়নের বিভিন্ন মন্দির পরির্দশন। এর আগে মঙ্গলবার স্বেচ্ছাসেবক দল নেতা সুজন তারাগঞ্জ উপজেলার ইসকন মন্দির, হরিদাসপুর দুর্গা মন্দির, বদরগঞ্জ উপজেলার মধুপুর, গোপালপুর, শ্যামপুর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ও করেন। তাদের আর্থিক সহযোগিতা করেন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি সারা জীবন আপনাদের পাশে থাকতে চাই। রংপুর-২ বদরগঞ্জ ও তারাগঞ্জ আসনের মানুষের ভালোবাসা চাই। দোয়া চাই।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফজলে রাব্বী বাবু, বদরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি বাপ্পী সরকার, তারাগঞ্জ উপজেলার সাবেক সদস্য সচিব মো: রিয়াজ, জেলার সদস্য বেলাল হোসেন, বদরগঞ্জ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজার রহমান লিমনসহ স্থানীয় বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ এলাকাবাসী।