গঙ্গাচড়ায় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে জেলা ছাত্রদল নেতা জোহা

2025-10-02 13:28:15

নিজস্ব প্রতিবেদক:

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রংপুর-১ (গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি কর্পোরেশন আংশিক) আসনের বিভিন্ন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন রংপুর জেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার শরীফ নেওয়াজ জোহা। গত মঙ্গলবার রাতে তিনি গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নসহ রংপুর সিটি কর্পোরেশনের বুড়িরহাট, চব্বিশ হাজারী এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ও করেন। পরে তাদের আর্থিক সহযোগিতা করেন।

এর আগে গত কয়েকদিন ধরে রংপুর জেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার শরীফ নেওয়াজ জোহা রংপুর-১ আসনের গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিয়ে আসছেন।

এসময় তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী হিন্দু সম্প্রদায়ের এই বড় উৎসবকে সফল করতে কাজ করছি। তাদের সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে। নিরাপত্তার জন্য ছাত্রদলসহ বিএনপি দলীয় কর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে  মাঠে রয়েছেন। উৎসবে কেউ বিশৃংখলা সৃষ্টি করলে তা কঠোর হস্তে প্রতিহত করা হবে। এসময় তিনি অবহেলিত ও বঞ্চিত রংপুর-১ আসনের উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, লক্ষীটারি ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত হোসেন, গজঘন্টা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বাবু, মহানগর যুবদলের সদস্য ও পশুরাম থানা যুবদলের সদস্য সচিব নাজমুল ইসলাম, জেলা মৎস্যজীবি দলের প্রতিষ্ঠাকালীন আহবায়ক রজব আলী সরকার, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সহিদার রহমান, ৬নং ওয়ার্ড বিএনপি নেতা দ্বিপ, যুবদলের সদস্য সচিব আব্দুর রহিম,জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম মৃদুল, মহানগর যুবদলের সদস্য জাকির হোসেন, গঙ্গাচড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক আখতারুজ্জামান তিতাস, গঙ্গাচড়া ডিগ্রী কলেজের সদস্য সচিব রিফাত, ছাত্রদল নেতা মুন্না, হিমেল, হারেস, সুজন সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।