পাগলাপীর (রংপুর) প্রতিনিধিঃ
কাঁচা মরিচের দাম আবার ৩০০ টাকা ছাড়াল। রংপুর সদর উপজেলার বিভিন্ন স্থানের হাটবাজারে বেড়েছে কাঁচা মরিচ দাম ৷ গতকাল মঙ্গলবার হরকলি বাজার ও পাগলাপীর বাজার সহ রংপুর সদর উপজেলার বিভিন্ন বিভিন্নহাট বাজার ঘুরে দেখা গেছে কাঁচা মরিচ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য হু হু করে বাড়ছে। এদিকে কাঁচামরিচ ছিল ২০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩০০ টাকা ও বেড়েছে পেঁয়াজ, রসুন, শুট মরিচ সহ শাকসবজি দামও। এদিকে কাঁচামাল ব্যবসায়ীরা বলেন একটু দাম বেড়েছে। রংপুর সদর উপজেলা খেটে খাওয়া দিনমজুরি মানুষরা বলেন লাগামহীন মূল্য বেড়ে যাওয়ায় দিশারা আমরা ।বিক্রেতারা জানিয়েছেন, গত তিন দিনে দেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। প্রায় একই সময়ে পূজার ছুটিতে পণ্য আমদানির পরিমাণ কমেছে। এতে সব মিলিয়ে বাজারে কাঁচা মরিচ সহ সবজির সরবরাহ কমেছে। এ কারণে দাম বেড়েছে। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুরি মানুষদের খুবই কষ্টকর হয়ে পড়েছে। তবে এ অবস্থা চলতে থাকলে সাধারন মানুষজনের বেঁচে থাকা খুব কঠিন হয়ে পড়বে। রংপুর সদর উপজেলার সাধারণ মানুষজন দাবি জানান বাজার নিয়ন্ত্রণ করা হোক ৷