রৌমারীতে একই দিনে পৃথক স্থানে ২ ছাত্রীর মরদেহ উদ্ধার

2025-10-03 23:42:08

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামে পৃথক স্থানে ২ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০ টায় মরদেহ ২টি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক।

নিহতরা হলেন, রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ী গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে জুই খাতুন (১০)। সে দাঁতভাঙ্গা দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

অপরদিকে একই উপজেলার রৌমারী সদর ইউনিয়নের কলাবাড়ী গ্রামের নুরুল আমিন-আয়শা আক্তার দম্পতির পালিত মেয়ে নুসরাত জাহান ইভা (১৭)। সে যাদুরচর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

পুলিশ জানিয়েছে, স্থানীয়দের সংবাদ পেয়ে পৃথক ২টি স্থান দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ী-তেলিমোড় থেকে বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় ৮ টায় জুই নামের এক স্কুল পড়ুয়া ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। অপরদিকে একই দিনে রৌমারী সদর ইউনিয়নের কলাবাড়ী গ্রামে রাত ১০ টায় নুসরাত নামের এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। ঘটনার নির্ণয় করতে মরদেহ ২টি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবারের বরাতে দাঁতভাঙ্গা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাঈদ বলেন, নিহতের মা ঘাস কেটে এনে ঘরের প্রবেশের সময় দেখতে পান তার মেয়ে জুই খাতুন ঘরের ধরনার সাথে ওড়না পেঁছিয়ে নড়াচড়া করছিল এসময় তাকে সেখান থেকে নামিয়ে রৌমারী হাসপাতালে নেয়ার পথিমধ্যে দাঁতভাঙ্গা বাজারে মারা যান। পুলিশ প্রাথমিক তদন্ত করে নিহতের মরদেহ রৌমারী থানায় নিয়ে যান বলে জানান।

 

অপরদিকে রৌমারী সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালেক বলেন, মৃত্যু সম্পর্কে নিহত নুসরাতের পরিবার বলেছিল ফাঁস দিয়ে সে মারা গেছে। কিন্তু ঘটনার বিষয়টি সন্দেহ হওয়ায় নুসরাতের মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে গেছেন। 

ওসি সেলিম মালিক বলেন, আত্মহত্যা নাকি হত্যা তা জানার জন্য মরদেহ ২টি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে কি ভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে বলে জানান।