ঘোড়াঘাট, প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বৃহস্পতিবার ভোর থেকেই হিন্দু ধর্মালম্বীরা প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা শুরু করেন। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার ৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিমা বিসর্জন স্থানীয় করতোয়া ও মাইলা নদীতে বিসর্জন দেন বিভিন্ন মন্ডপের হিন্দু সম্প্রদায়ের লোকজন। চন্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্যদিয়ে ষষ্ঠী তিথিতে ‘আনন্দময়ীর’ আগমনে গত ১ অক্টোবর থেকে দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়। পরবর্তী ৫দিন পূজামন্ডপগুলোতে পূজা-অর্চণার মধ্যদিয়ে ভক্তরা দেবী দুর্গার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হয়। সকালে দর্পণ-বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। পরে বিকেল ৫টা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। এবার দেবী দুর্গা জগতের মঙ্গল কামনায় গজে (হাতি) চড়ে মর্ত্যালোকে (পৃথিবী) আসেন। এতে প্রাকৃতিক বিপর্যয় ঝড় বৃষ্টি হবে এবং শস্য ও ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। অন্যদিকে স্বর্গে বিদায় নেন নৌকায় চড়ে। যার ফলে জগতের কল্যাণ সাধিত হবে। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, বিসর্জনের মধ্য দিয়ে দেবী ফিরে গেলেন স্বর্গলোকের কৈলাসে স্বামীর ঘরে। পরের বছর শরতে আবার তিনি আসবেন এই ধরণীতে যা তার বাবার গৃহ। প্রতিমা বিসর্জনের জন্য সব ধরণের নিরাপত্তা রাখতে সুষ্ঠুভাবে শারদীয় উৎসব শেষ হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রফিকুল ইসলাম। ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হকসহ পুলিশ আনসার ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। উপজেলায় ছোট বড় ৩৪ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।