ডাকসু নির্বাচনে সংসদের সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

2025-10-03 23:42:21

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হল সংসদের সদস্য নির্বাচিত হওয়ায়  এক সংবর্ধনা অনুষ্ঠান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে ঘোড়াঘাট কে.সি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের হল রুমে আলোক শিখা ফাউন্ডেশন এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন কাউসার শেখ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা ছাত্র রাজনীতির ইতিবাচক চর্চা, শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন ও সামাজিক নেতৃত্ব গঠনের বিষয়গুলো তুলে ধরেন। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রভাষক সিরাজুল ইসলাম, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার আহাদুল ইসলাম বায়েজিদ, সহকারী শিক্ষক মেজবাহুল কবির ফুয়াদ, সহকারী শিক্ষক আনিছুর রহমান, বাংলাদেশ রেলওয়ে অবসরপ্রাপ্ত প্রকৌশলী আব্দুল হাদী, শরিফল ইসলাস মিঠু, সিয়াম চৌধুরী সহ আলোক শিখা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও শিক্ষার্থী এবং স্থানীয় সুধীজনরা অংশগ্রহণ করেন।