উপজেলা বিএনপি আহ্বায়ক প্রভাষক গোলাম রসুল রাজার মতবিনিময়

2025-10-04 23:31:53

সাংবাদিকদের সঙ্গে মনোনয়ন প্রত্যাশী

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: 

নির্বাচিত হলে নৌ এম্বুলেন্স, সোনাহাটে ইমিগ্রেশন ব্যাবস্থা চালু ও এলাকার আত্ম সামাজিক উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখার চেষ্টা করবেন। শনিবার দুপুরে প্রেসক্লাব নাগেশ্বরী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করার সময় এ কথা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপি আহ্বায়ক প্রভাষক গোলাম রসুল রাজা।

তিনি বলেন, ইতিপুর্বে যারা একাধিকবার মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারেননি। তাদের চেয়ে তাকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে কুড়িগ্রাম-১ আসন বিএনপিকে উপহার দিতে পারবেন। সেই লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে মানুষের মাঝে থেকে নির্বাচনী জনমত গড়ে তোলার চেষ্টা করছেন। এছাড়া শহীদ জিয়ার আদর্শকে লালন করে তিনি ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বিভিন্ন লড়াই সংগ্রামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। এ জন্যই তিনি বিএনপির মনোনয়নের ব্যাপারে অনেকটা আশাবাদী।

২ ও ৩ অক্টোবর উপজেলার রায়গঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের বিষয়ে তার কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন বিএনপিতে কোন গ্রুপিং নেই। এখানে বিএনপির দুজন মনোনয়ন প্রত্যাশীর সমর্থকদের মধ্যে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। মনোনয়ন প্রত্যাশী যত জনই হোক না কেন দেশ নায়ক তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন সবাই তার পক্ষেই কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক মজিবর রহমান, সংবাদ প্রতিনিধি মনোয়ার হোসেন সিদ্দিকী, ভোরের কাগজ প্রতিনিধি পাভেল জামান, যুগান্তর প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন, ইত্তেফাক সংবাদদাতা কীর্ত্তিকা সেন বিল্টু, রুপালী বাংলাদেশ প্রতিনিধি নুর উয জামান মিয়া, এশিয়ান টিভি প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, চ্যানেল এস এর প্রতিনিধি আব্দুস সালামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক।