বজ্রপাতে একজনের মৃত্যু, দুই শিক্ষার্থী আহত

2025-10-05 00:00:20

বদরগঞ্জ রংপুর প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে মনারুল ইসলাম (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে এবং দুইজন মাদ্রাসার শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার রাধানগর ইউনিয়নের শালবাড়ি খিয়ার পাড়া গ্রাম। নিহত মনারুল ইসলাম খিয়ার পাড়া গ্রামের মৃত সুলতান বিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৪অক্টোব) বিকাল ৪ টা ৩০ মিনিটের দিকে ভ্যানচালক মনারুল ইসলাম ভাড়া নিয়ে যাওয়ার পথে সড়কে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই এক ব্যক্তি মারা যান। এসময় একই সঙ্গে সড়কে অবস্থানরত মাদ্রাসার দুই শিক্ষার্থী গুরুতর আহত হন।আহতদের দ্রুত উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক নয় তবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।