রংপুরের পীরগাছা, মিঠাপুকুর এবং কাউনিয়া উপজেলায় মানব দেহে এ্যনথ্রাক্স রোগের জীবানু - আক্রান্ত ১১

2025-10-04 23:43:42

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের পীরগাছা, মিঠাপুকুর এবং কাউনিয়া উপজেলায় মানব দেহে এ্যনথ্রাক্স রোগের জীবানু ছড়িয়ে পড়ায় এ পর্যন্ত ১১ জন ব্যক্তি আক্রান্ত হয়েছে।

গত শুক্রবার পর্যন্ত রংপুরের কাউনিয়া উপজেলায় নতুন করে আরও ২ জন আক্রান্ত হওয়ার সত্যতা সাংবাদিকদের নিকট স্বীকার করেছেন রংপুরের সিভিল সার্জন ডাক্তার শাহীনা সুলতানা।

তিনি জানান, ইতপুর্বে রংপুরের পীরগাছায় ৮ জন এবং মিঠাপুকুর উপজেলায় ১ জনের শরীরে এ্যনথ্রাক্স রোগের জীবানু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট জন আক্রান্ত হয়েছে ১১ জন।

সিভিল সার্জন কার্যালয় সুত্র জানিয়েছে, গত সেপ্টেম্বর মাসে পীরগাছা  উপজেলায় এ্যনথ্র্াক্স রোগের জীবানুর উপর্সগ নিয়ে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় অক্রান্তের সংখ্যা বেড়ে গেলে ঢাকা থেকে  আইইডিসিআরের একটি প্রতিনিধি দল গত ১৫ ও ১৬ ই সেপ্টেম্বর এসে পীরগাছা উপজেলার সদর ইউনিয়ন এবং পারুল ইউনিয়নের এ্যনথ্রাক্স রোগের জীবানু থাকা ১২ জন নারী-পুরুষের নমুনা সংগ্রহ করেন। এর মধ্যে পীরগাছা উপজেলায় ৮ জনের এ্যনথ্রাক্স রোগের জীবানুর সনাক্ত হয়। এ সময়ে প্রাণী সম্পদ অধিদপ্তর ঐ এলাকার গবাদি প্রাণীর এ্যনথ্র্াক্স রোগের জীবানুর সনাক্ত করে।

এছাড়া ১৫ ই সেপ্টেম্বর মিঠাপুকুর উপজেলায় ইমাদপুর ইউনিয়নের আমাইপুর গ্রামের একটি গরু আক্রান্ত হলে এলাকাবাসী সেই অক্রান্ত গরুর জবাই করে মাংস খেয়ে ৪ জন চর্ম রোগে অক্রান্ত হন।

তাদের শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে নমুনা পরীক্ষার জন্য পাঠানে হলে ১ জনের শরীরে এ্যনথ্রাক্স রোগের জীবানু শনাক্ত হয়েছে। এছাড়া একজন নারীও আক্রান্ত হয়েছে।

এ ব্যাপারে আক্রান্ত এলাকায় সচেতনতা বৃদ্ধির প্রচারনা সহ অসুস্থ্য প্রাণীর মাংস না খাওয়ার জন্য সবাইকে সজাগ থাকার পরার্মশ দেয়া হয়েছে। এছাড়া প্রাণী সম্পদ অধিদপ্তর ঐসব এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে উঠান বৈঠক এবং বিভিন্ন হাট বাজারে লিফলেট বিতরন করছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানান ঐসব এলাকার গবাদি প্রাণীর মধ্যে রোগ প্রতিরোধক ভ্যাকসিন প্রদান কর্মসুচী জোরদার করা হয়েছে।

এদিকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাংবাদিকদের জানান, এখানে এ পর্যন্ত ৭ জনের শরীরে এ্যনথ্রাক্স রোগের জীবানু শনাক্ত হয়েছে। তিনি উচ্চমাত্রায় মাংস সিদ্ধ করে খাওয়ার পরার্মশ দিয়েছেন।

রংপুরের বিভিন্ন উপজেলায় মানব দেহে এ্যনথ্রাক্স রোগের জীবানু ছড়িয়ে পড়ায় জনমনে আতংক দেখা দিয়েছে।