রংপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজা প্রাপ্ত কয়েদি এবং হাজতি নারীর মুত্যু

2025-10-05 00:36:55

নিজস্ব প্রতিবেদক:

রংপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন কয়েদী এবং একজন হাজতি নারীর মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যক্তিরা হচ্ছে, কুড়িগ্রাম জেলার জিয়াউর রহমান ও লালমনিরহাট জেলার জাহানারা বেগম (৫৮)। গত মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। রংপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাকে হত্যার অভিযোগে কুড়িগ্রাম জেলার জিয়াউর রহমান (৫২) নামে এক ব্যক্তি যাবজ্জীবন সাজা প্রাপ্ত হন। তাকে ২০১৪ সালে রংপুর কারাগারে স্থানান্তর করা হয়। ঐ কয়েদি মানসিক রোগী ছিলেন। রংপুরে তার মানসিক রোগের চিকিৎসা চলছিল। মঙ্গলবার তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। এদিকে একইদিন সকালে জাহানারা বেগম (৫৮) নামে এক হাজতি নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি একটি জালিয়াতির মামলায় গত ৪ সেপ্টেম্বর রংপুর কেন্দ্রীয় কারাগারে আসেন।

তিনি উচ্চমাত্রার ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তার বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায়। রংপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার জানান, মৃত দুইজনের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের পরে আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিজ নিজ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।