রংপুরে শ্বশুর কতৃক গৃহবধূ যৌন নির্যাতন পরবর্তী হত্যার ঘটনায় নিহত  গৃহবধুর স্বামী গ্রেফতার

2025-10-05 00:16:03

নিজস্ব প্রতিবেদক:

রংপুর মহানগরীর বালাপাড়ায় শ্বশুর কতৃক গৃহবধূ যৌন নির্যাতন পরবর্তী হত্যার ঘটনায় নিহত গৃহবধুর স্বামী সোহান ইসলাম কে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। আজ শুক্রবার (৩ অক্টোবর) রাতে পঞ্চগড় জেলার মিলগেট এলাকা হতে সোহান ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

মেট্রোপলিটন কোতোয়ালী থানায় শনিবার (৪ অক্টোবর) বেলা ১২ টায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) তোফায়েল আহমেদ।

এ সময় উপ-পুলিশ কমিশনার জানান হত্যা মামলার প্রধান আসামি রাজা মিয়াকে গ্রেফতারের কাজ চলছে। পাশাপাশি জোড়ালো ভাবে তদন্তকাজ চলমান রয়েছে। গৃহবধু মিতু হত্যা হওয়ার পর এ বিষয়ে চার জনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনকে আসামী করে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন নিহত মিতু আক্তারের বাবা মিনাজুল ইসলাম।

উল্লেখ্য যে, গত ৩০ সেপ্টেম্বর রংপুর মহানগরীর বালাপাড়া এলাকায় মিতু আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি যৌন নির্যাতনের ভিডিও ফুটেজ প্রকাশ পেলে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত মামলায় গৃহবধুর স্বামী সোহান ইসলামকে গ্রেফতার করে পুলিশ।