সাঁওতালদের শহীদ স্মৃতি স্কুল ও খেলার মাঠ  দখলমুক্তের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

2025-10-05 00:37:49

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জয়পুরপাড়ায় অবস্থিত আদিবাসী সাঁওতাল শহীদ শ্যামল-মঙ্গল-রমেশ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় ও সংলগ্ন খেলার মাঠ দখলমুক্তের দাবিতে শনিবার দুপুরে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে মানববন্ধন হয়। গাইবান্ধা আদিবাসী বাঙালী সংহতি পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে আদিবাসী বাঙালী সংহতি পরিষদের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে, গাইবান্ধা পরিবেশ আন্দোলনের আহবায়ক  অ্যাড. মোহাম্মদ আলী প্রামাণিক, গাইবান্ধা জেলা বারের সদস্য অ্যাড. কুশলাশীষ চক্রবর্তী, অ্যাড. ফারুক কবীর, আদিবাসী নেতা ব্রিটিশ সরেন, লুইস মুরমু, নমিতা টুডু, শিক্ষক প্রিসিলা মুরমু, সাংস্কৃতিক সংগঠক খন্দকার নিপন, রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস, শ্রমিক নেতা কাজি ওয়াদুদ, অভিভাবক প্রদীপ টুডু, শারমিন মার্ডি, অলিভিয়া হেবরম প্রমুখ।

বক্তারা বলেন, স্থানীয় আদিবাসী ও হিতৈষী ব্যক্তিবর্গের উদ্যোগে শহীদ স্মৃতি বিদ্যালয়টি পুনঃপ্রতিষ্ঠিত হয়। শিশুদের শিক্ষা ও বিনোদনের কেন্দ্র হয়ে ওঠে এই স্কুল ও সংলগ্ন খেলার মাঠ। কিন্তু সাম্প্রতিক সময়ে শাপমারা ইউনিয়নের মাদারপুরের আতাউর রহমান সাবু ও আব্দুর রউফ বাবু মেম্বার স্কুল ও খেলার মাঠ দখলের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ ওঠে।

অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, ভূমিদস্যুরা শুধু মাঠ দখলের চেষ্টাই করছে না, বরং স্কুলের আসবাবপত্র ও টিনের বেড়া নষ্ট করেছে, মাঠে খেলার সময় গোলবার ভেঙে দিয়েছে, এমনকি শিক্ষকদের হুমকি ও অপমান করেছে। বিদ্যালয়ের পাশে অবস্থিত পুকুরের মাছ চাষের আয় বিদ্যালয় পরিচালনায় ব্যবহৃত হলেও সাবু ও বাবু চাঁদা দাবি এবং ফসল চাষে বাধা দিচ্ছে।

স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা বিষয়টি গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে অবগত করে ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে একটি স্মারকলিপি দাখিল করেন। তবে এখনও পর্যন্ত বিদ্যালয় ও খেলার মাঠের নিরাপত্তা নিশ্চিত হয়নি।