নদীতে গোসল করতে নামার ২২ ঘন্টা পর-মরদেহ উদ্ধার

2025-10-05 17:28:51

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী গাইবান্ধার গোবিন্দগগঞ্জের সোহান আল মাফি (২৯) বান্দরবানে বেড়াতে গিয়ে মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু হান্নানের একমাত্র ছেলে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ ২২ ঘন্টা পর ওই নদী থেকে তার মরহেদ উদ্ধার করে।

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, সোহান আল মাফি তার এক বন্ধুসহ ঢাকা মহানগরীর বালুঘাট এলাকার ক্যান্টনমেন্ট ইসিবি সংলগ্ন বাসা থেকে গত বুধবার (১ অক্টোবর) রাতে বান্দরবানে বেড়াতে যায়। পরের দিন বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০ টার দিকে মাফি ও তার বন্ধু মাতামুহুরি নদীতে গোসল করতে নামে। সেখানে তারা দু’জন পানিতে ডুব দিলে তার বন্ধু পানি থেকে উঠলেও সাঁতার না জানায় মাফি পানিতে ডুবে যায়। এ সময় তার বন্ধু মাফিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে ওই নদীতে খোঁজাখুজির দীর্ঘ ২২ ঘন্টা পর গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে মাফির মরদেহ উদ্ধার করে সেখান থেকে শুক্রবার রাতে ঢাকার বাসায় নিয়ে আসা হয়। মাফির মরদেহ ঢাকা থেকে এ্যাম্বুলেন্সযোগে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নে নিজ গ্রামে আনার পর রামপুরা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহতের বাবা মুক্তিযোদ্ধা আবু হান্নান বাকরুদ্ধ কন্ঠে জানান, আমার একমাত্র ছেলে মাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিষয়ে অনার্স ও মাস্টার্স শেষ করে কয়েক বছর ধরে ঢাকায় একটি বিদেশী এনজিওতে কর্মরত ছিল।