পাগলাপীর (রংপুর) প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলা বিএনপিকে একটি সু-সংগঠিত দল হিসেবে গড়ে তুলতে সকল কর্মীদের সহযোগিতা কামনা করেন রংপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ আমজাদ হোসেন সরকার। আমি দলের সকল নেতা কর্মিদের সাথে নিয়ে রংপুর সদর উপজেলা থেকে মাদক, চাঁদাবাজি, দখলবাজি সহ সকল অপকর্মের প্রতিহত করবো। বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে দলের সার্থে কোন ভেদাভেদ মনে রাখা যাবেনা । আমজাদ হোসেন সরকার ১ নং মমিনপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা । দেশের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বললেন সদর বিএনপির সাধারণ সম্পাদক। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বিগত বছর গুলোতে ফ্যাসিস্ট সরকারের সময় বার বার কারা নির্যাতনের শিকার হয়েছেন সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার। সদর উপজেলা বিএনপি কমিটিতে কোন চাঁদাবাজি দুর্নীতিবাজদের ঠাই হবে না। কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। নেতাকর্মীরা আমাকে ভালোবেসে তাদের সেবক হিসেবে নির্বাচিত করেছে তাই আমি সকল নেতা কর্মীর সুখে দুঃখে সর্বদাই পাশে থাকবো। কর্মী বান্ধব সাধারণ সম্পাদক জননেতা আমজাদ হোসেন সরকার বিএনপির সাংগঠনিক কর্মসূচি পালনের পাশাপাশি সদরে পাঁচ ইউনিয়নের নানা সামাজিক কর্মকান্ডে অবদান রেখে আসতেছেন। তিনি সব সময় পাঁচ ইউনিয়নের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান। আমি বিএনপির দলের প্রতিনিধি হয়ে পাঁচ ইউনিয়নে কাজ করে যাব। আমি সব সময় জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করব। রংপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার বলেন তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো। সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার আরো বলেন আমাদেরকে রংপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ সদর আসনে ধানের শীষের প্রার্থী আনিছুর রহমান লাকুর হাতকে শক্তিশালী করতে হলে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোন কুৎসায় কান দিবেন না ৷