রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবার কাজে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এর নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছে কর্মীরা।
সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের কর্মবিরতির ফলে ভোগান্তির শিকার হতে হয় টিকা নিতে আসা শিশুসন্তানদের।আর এতে টিকা না নিয়ে ফিরে যেতে হচ্ছে শিক্ষার্থীরাসহ অভিভাবকদের।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন রাণীশংকৈল এর ব্যানারে ১৪ তম গ্রেডে আপগ্রেডেশনসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গত ১ অক্টোবর থেকে ইপিআই এবং আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইন সহ সকল প্রকার কার্যক্রম বন্ধ করেছে তারা।
এসোসিয়েশনের সভাপতি তৈয়ব আলী ও সম্পাদক আশরাফুল ইসলাম বলেন,ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশনা মোতবেক আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।