রংপুরে টেপ টেনিস ক্রিকেট টুনামেন্ট অতি শিঘ্রই শুরু হবে

2025-10-06 19:46:44

নিজস্ব প্রতিবেদক:

আরপিএল টেপ টেনিস ক্রিকেট টুনামেন্ট সিজন-৩ অতি শিঘ্রই শুরু হতে যাচ্ছে প্রেস কনফারেন্স করে এ তথ্য দিলেন আয়োজক কমিটির সদস্য সামসুল আরেফিন। সোমবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় নগরীর টাউন হলে আয়োজিত প্রেস কনফারেন্স করেন আয়োজক কমিটি।

এ সময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য সচিব সাজ্জাদ হোসেন সজিব, সদস্য নুর আলম, সালাম, নয়ন, দীপ্ত।

এ সময় সামসুল আরেফিন বলেন, রংপুর এর আগে এতো বড় আয়োজনে কেউ টুনামেন্টের আয়োজন করেনি। আমরাই প্রথম। এর পরবর্তীতে আরো বড় আয়োজনে টুনামেন্ট ছাড়া হবে। এবার মাত্র ৮ টি দল অংশ গ্রহণ করবে। প্রতিটি দল ২৫ হাজার টাকা দিয়ে টোকেন সংগ্রহ করবে। বেশী দল নেয়ার সুযোগ নেই কেননা সময় কম। অলরেডি কিছু দল নিশ্চিত করেছে। এবারের আকর্ষণ থাকছে দুটো মটরসাইকেল। আমরা দল বাছাই হলেই দ্রুত সময় জানিয়ে দিবো।

আয়োজক কমিটির আহবায়কের দায়িত্ব পালন করছেন রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহির আলম নয়ন।