ইসলামী ব্যাংকে ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

2025-10-06 19:39:37

বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা):

গাইবান্ধার পলাশবাড়ীতে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণকালীন সময়ে অনিয়ম ও দলীয় প্রভাবের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে ইসলামী ব্যাংক পিএলসি’র পলাশবাড়ী শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহবায়ক শামসুল আলম সোহেল, মোবাইদুল ইসলাম প্রধান, আতিকুর রহমান এবং  বৈশম্য বিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদের আহবায়ক তৌহিদুল ইসলাম কানন ও সুমন মিয়া প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের মাধ্যমে বিপুলসংখ্যক অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে ইসলামী ব্যাংকের স্বচ্ছতা, মর্যাদা ও দীর্ঘদিনের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।

বক্তারা অবিলম্বে এসব ‘অবৈধভাবে’ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বহিষ্কার করে ব্যাংকটির সুনাম, স্বচ্ছতা ও ন্যায্যতা পুনরুদ্ধার,পাশাপাশি মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ার দাবি জানান।

মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহক, স্থানীয় চাকরিপ্রত্যাশী তরুণ-যুবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।