বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জ উপজেলার গন অধিকার পরিষদ, যুব ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণা হওয়ায় শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার ৬ অক্টোবর সন্ধ্যা ছয়টায় পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভা করেন। গোলাম হোসেন সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, উপজেলা কোন অধিকার পরিষদের সদস্য সচিব মো. মহাসিন আলী,উপজেলা যুগ্ন আহবায়ক ওয়াজেদ আলী, যুগ্ন আহবায়ক মাসুদ রানা।
এ সময় উপস্থিত ছিলেন, যুব অধিকার পরিষদের সভাপতি মেহেদী আজওয়াল ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মানিকুর রহমান মানিক, ছাত্রলীগের পরিষদের আহ্বায়ক নূর হোসেন, ছাত্রকে অধিকার পরিষদের জেলা সদস্য সাকিবুল হাসান, তানভীর আহমেদসহ উপজেলা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা।
বক্তব্যে উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মহসিন আলী বলেন, ভিপি নুরকে হত্যা চেষ্টার উদ্দেশ্য যারা হামলা চালিয়েছে অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন।অন্তর্বর্তী সরকারকে পরিস্কার জানিয়ে তিনি বলেন, ভিপি নুর শুধু গণ অধিকার পরিষদের নয় ভিপি নুর তরুণ থেকে বৃদ্ধ এদেশের কোটি জনতার আবেক ভালোবাসা ও অনুভূতির নাম ভিপি নুর কে নিয়ে গড়িমসি করলে এই জনতা মেনে নিবে না।