আঃ রহিম, পাগলাপীর(রংপুর):
রংপুর সদর উপজেলার কৃষি অফিসার আফরিন বিনতে আজিজ এর নেতৃত্বে
খলেয়া ইউনিয়নে সার ডিলার পয়েন্ট ও কীটনাশকের দোকান পরিদর্শন। গতকাল খলেয়া ইউনিয়নের গঞ্জিপুর ব্লকে অবস্থিত বিসিআইসি ও বিএডিসি সার ডিলার পয়েন্ট পরিদর্শনপূর্বক মজুদ পরিস্থিতি যাচাই করেন। আমন ধানের রোগবালাই ব্যবস্থাপনার জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং কৃষকদের মাঝে লিফলেট বিতরণ করেন রংপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোঃ সারওয়ার হোসেন সহ কৃষি কর্মকর্তারা। রংপুর সদর উপজেলার কৃষি অফিসার আফরিন বিনতে আজিজ সাংবাদিকে বলেন কৃষকরা যাতে সার ও কীটনাশক পেতে কোনো প্রকার হয়রানি না হয়, সার যেন চড়া দাম দিয়ে কিনতে না হয়, তাই আমরা নিয়মিত কীটনাশক ও সার ডিলার পয়েন্ট পরিদর্শন চলছে।