তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সুন্দরগঞ্জে গণসমাবেশ ও গণমিছিল

2025-10-10 01:03:13

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা তিস্তা নদী রক্ষা আন্দোলনকারীদের আয়োজনে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারি রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু'র আহবানে বৃহস্পতিবার বিকালে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি ডিগ্রী কলেজ মাঠ হতে গণমিছিলটি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ মাঠে এসে গণসমাবেশে করেন। 

জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজহারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ বক্তব্যে রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা ও কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নজমুল হুদা, বিএনপি নেতা আরেফিন আজিজ সরদার সিন্টু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইফতেখার হোসেন পপেল, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক নাহমুদুল হক রাসেলসহ মো. জামিউল ইসলাম জমু, মো. আনোয়ার হোসেন আলোয়ার, উপজেলা মহিলা দলের সভাপতি মোছা. বিউটি বেগম, সাধারণ সম্পাদক মোছা: শিল্পী বেগম প্রমূখ।

বক্তাগণ অবিলম্ব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অন্তবর্তী সরকারের নিকট জোরদাবি জানা। উত্তর জনপদের মানুষের ভাগ্য উন্নয়নের একমাত্র মাধ্যম হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। তাই চলতি বছরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে। গণসাবেশে উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।