তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) তারাগঞ্জ উপজেলা ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচী ও ভিশনস্প্রিং এর সহযোগীতায় উপজেলার কুর্শা ইউনিয়নের দৌলতপুর গ্রামে বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়। চক্ষু শিবির ক্যাম্পে বিনামূল্য চক্ষু, রক্ত ও ডায়াবেটিস পরীক্ষাসহ স্বল্পমূল্যে রিডিং গ্লাস ও চশমা বিতরণ করা হয়। ওইদিন দুপুর ২ টা পর্যন্ত প্রায় ৮৯জন গরীব ও অসহায় চক্ষু রোগীদের সেবাদান দিতে দেখাগেছে। এসময় চক্ষু শিবির ক্যাম্প পরিদর্শন করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর রংপুরের এলাকা ব্যবস্থাপক প্রদীপ কুমার দাস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অর্ণিবান মল্লিক। এসময় উপস্থিত ছিলেন রংপুর সদর ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর (এস কিউ এ) কামরুন্নাহার মুক্তা, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর তারাগঞ্জ শাখার প্রোগ্রাম অর্গানাজার রাশেদ মিয়া, মতিয়ার রহমান, আবু সাইদ, আকতারুজ্জামান প্রমুখ।