তারাগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

2025-10-10 01:21:52

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

“আপনার চোখকে ভালবাসুন” এই প্রতিপাদ্যে রংপুরের তারাগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবসটি পালনে সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও তারাগঞ্জ উপজেলা ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচী ও ভিশনস্প্রিং এর সহযোগীতায় একটি সচেতনামূলক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বর থেকে বের হয়ে জনগুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে মিলিত হয়। পরে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং এর আয়োজনে উপজেলার কুর্শা ইউনিয়নের দৌলতপুর গ্রামে চক্ষু সেবার কার্যক্রমে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। চক্ষু ক্যাম্পে বিনামূল্য চক্ষু, রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা এবং স্বল্পমূল্যে রিডিং গ্লাস ও চশমা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর রংপুরের এলাকা ব্যবস্থাপক প্রদীপ কুমার দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অর্ণিবান মল্লিক, রংপুর সদর ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর (এস কিউ এ) কামরুন্নাহার মুক্তা, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর তারাগঞ্জ শাখার প্রোগ্রাম অর্গানাজার রাশেদ মিয়া, মতিয়ার রহমান, আবু সাইদ, আকতারুজ্জামান, স্বাস্থ্যকর্মি চপলা রানী প্রমুখ।