সড়কে গাছ হেলে পড়ায় ভোগান্তিতে পথচারী ও যানবাহনচালকরা

2025-10-10 02:40:07

বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জ পৌর শহরে কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে একটি বিশাল বট গাছ হেলে পড়ে থাকায় প্রায় সময় যান চলাচলে চরম বিঘ্ন ঘটেছে।এতে অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা পড়েছেন দুর্ভোগে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সামনে একটি বট গাছ সড়কের মাঝে হেলে পড়ে রয়েছে। এই সড়কটি দিয়ে প্রতিদিন মালবাহী ট্রাক যাতায়াত করে। ওই সময় গাড়ি থামিয়ে ট্রাক থেকে মালামাল নামিয়ে হেলে পড়া বটগাছটি পার হয়ে আবারো মালামাল লোড করে যাতায়াত করছেন ট্রাক চালকরা। এছাড়াও এই সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন, পথচারীসহ  বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে পারাপার হয়। যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন তারা।

একজন পথচারী বলেন, বট গাছটা দ্রুত অপসারণ না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এখন ঝড় বৃষ্টির সময় যে কোন মুহূর্তে গাছটি ভেঙ্গে পড়তে পারে। হতে পারে দুর্ঘটনা।

বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সড়কে হেলে পড়া বটগাছটির বিষয়ে জানতে পেরেছি। দ্রুত বটগাছটি অপসারণের জন্য ব্যবস্থা নেওয়া হবে।