গঙ্গাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে যুব ফোরাম ও শিশু ফোরামের খাদ্য সহায়তা প্রদান

2025-10-12 18:03:50

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এক  পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী উপহার

দেয়া হয়েছে।

শনিবার সকালে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের উত্তর কিসামত গণেশ গ্রামে সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত আব্দুল জসিম মিয়ার পরিবারকে এক মাসের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়।

এ-সময় গঙ্গাচড়া যুব ফোরামের সভাপতি নাজিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, শিশু ফোরামের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সিয়াম উপস্থিত ছিলেন।